চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার ১২ ইং আশ্রাফপুর ইউনিয়নে জগতপুর উচ্চ বিদ্যালয়টি অবস্থিত । চাঁদপুর-কুমিল্লা মহা সড়কের পাশে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে ১৯৫২ সালে জুনিয়র বিদ্যালয় হিসাবে স্থাপিত হয়।১৯৭০ সালে প্রাইভেট এস এস সি পরীক্ষা ও ১৯৭২ সালে প্রথম এস এস সি পরীক্ষা দেওয়ার বোর্ডের অনুমতি প্রাপ্ত হয় ।উক্ত বছর ১৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই কৃতকার্য হয় ।কালক্রমে ১৯৭৪,১৯৭৮,১৯৯৫ সাল সহ বিভিন্ন বর্ষে আরো অনেক শিক্ষার্থী শিক্ষাবোর্ডের মেধাতালিকায় অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে চাকুরী জীবনে সরকারী উচ্চ পদে ও অধিষ্ঠিত হয় ।
এই বিদ্যালয়টিকে জুনিয়র থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তরিত করার জন্য এলাকার অনেক ব্যাক্তির ভুমিকা ছিলো অগ্রগন্য।তাদের মধ্যে জনাব মরহুম মোতেছাম বিল্লাহ,মরহুম আলী আজম, মরহুম অধ্যক্ষ সাঈদ আলী,বাবু তেজেন্দ্র চক্রবর্তী,মরহুম আলী আক্তার মুন্সি,মরহুম ফজর আলী,মরহুম আমির উদ্দিন হাজী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন নানা ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ।
বর্তমানে বিদ্যালয়টির ১.৫৩ একর ভূমি রয়েছে।তার মধ্যে সীমানা প্রাচীর ঘেরা একটি খেলার মাঠ,একটি চারতলা ভবন,একটি দ্বিতল ভবন,দুইটি একতলা ভবন ও একটি পুকুর।বিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় এক হাজার।যা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে ।লেখাপড়ার মান সন্তোষজনক।প্রতিবছর অনেক শিক্ষার্থী Aপ্লাস সহ বোর্ড বৃত্তি লাভ করছে । ভবিষ্যতেও আরো ভাল ফলাফল অর্জন করার প্রত্যাশা করছি ।